মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১৮১
- কুরআনের ফাযাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২১৮১। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকেআ পড়িবে, কখনও সে দারিদ্র্যে পতিত হইবে না। (পরবর্তী রাবী বলেন,) হযরত (আব্দুল্লাহ্) ইবনে মাসউদ তাঁহার মেয়েদিগকে প্রত্যেক রাতে উহা পড়িতে বলিতেন। —উক্ত হাদীস দুইটি বায়হাকী শো'আবুল ঈমানে বর্ণনা করিয়াছেন।
كتاب فضائل القرآن
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَرَأَ سُورَةَ الْوَاقِعَةِ فِي كُلِّ لَيْلَةٍ لَمْ تُصِبْهُ فَاقَةٌ أَبَدًا» . وَكَانَ ابْنُ مَسْعُودٍ يَأْمُرُ بَنَاتَهُ يَقْرَأْنَ بهَا فِي كل لَيْلَة. رَوَاهُ الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, কোরআন দ্বারা যেমন মানুষের আখেরাতের উপকার হয়, তেমনি দুনিয়ারও উপকার হইয়া থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান