মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১৯১
- কুরআনের ফাযাঈল অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২১৯১। (তাবেয়ী) হযরত কাতাদা (রঃ) বলেন, একদা হযরত আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করা হইল, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পঠন কিরূপ ছিল? তিনি বলিলেন, তাহা ছিল টানা টানা। অতঃপর আনাস 'বিসমিল্লাহির রহমানির রাহীম' পড়িলেন, টানিলেন 'বিসমিল্লাহাতে, টানিলেন 'রহমানোতে এবং টানিলেন 'রাহীমে'তে। -বুখারী
كتاب فضائل القرآن
وَعَنْ قَتَادَةَ قَالَ: سُئِلَ أَنَسٌ: كَيْفَ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: كَانَت مدا مَدًّا ثُمَّ قَرَأَ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَمُدُّ بِبَسْمِ اللَّهِ وَيَمُدُّ بِالرَّحْمَنِ وَيَمُدُّ بِالرَّحِيمِ. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
'টানা টানা'—অর্থাৎ, হুরূফে মদ যেখানে আছে সেখানে তিনি টানিয়া পড়িতেন। যথা, আল্লাহর লামে, রহমানের মীমে এবং রহীমের হা'তে।