মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২২০০
- কুরআনের ফাযাঈল অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২২০০। হযরত সা'দ ইবনে ওবাদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোরআন শিক্ষা করিয়া ভুলিয়া গিয়াছে, কেয়ামতের দিন সে অঙ্গহীনরূপে আল্লাহর সাথে সাক্ষাৎ করিবে। —আবু দাউদ ও দারেমী
كتاب فضائل القرآن
وَعَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مَا من امْرِئٍ يَقْرَأُ الْقُرْآنَ ثُمَّ يَنْسَاهُ إِلَّا لَقِيَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ أَجْذَمَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ والدارمي

হাদীসের ব্যাখ্যা:

'অঙ্গহীন'—মূলে 'আজযাম' শব্দ রহিয়াছে, যাহার অর্থ কুষ্ঠ রোগী, অঙ্গহীন ব্যক্তি। এখানে প্রথম অর্থও হইতে পারে। কোরআন পড়িয়া ভুলিয়া যাওয়া উহার প্রতি অমনোযোগিতার কারণেই হইয়া থাকে, তাই উহা কবীরা গোনাহর অন্তর্গত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান