মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২২০৪
- কুরআনের ফাযাঈল অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২২০৪। (তাবেয়ী) হযরত লাইস ইবনে সা'দ (তাবেয়ী) ইবনে আবী মুলাইকা হইতে, তিনি (তাবেয়ী) ইয়া'লা ইবনে মামলাক (রঃ) হইতে বর্ণনা করেন যে, ইয়া'লা একদা বিবি উম্মে সালামা (রাঃ)-কে নবী করীম (ﷺ)-এর কোরআন পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। দেখা গেল, তিনি উহা প্রকাশ করিতেছেন অক্ষর অক্ষর পৃথক করিয়া। — তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
كتاب فضائل القرآن
وَعَنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ عَنِ ابْنِ أَبِي مليكَة عَنْ يَعْلَى بْنِ مُمَلَّكٍ أَنَّهُ سَأَلَ أُمَّ سَلَمَةَ عَنْ قِرَاءَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا هِيَ تَنْعَتُ قِرَاءَةً مُفَسَّرَةً حَرْفًا حَرْفًا. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

ধীরে-সুস্থে প্রত্যেক অক্ষর আলগা আলগ করিয়া পড়িয়া দেখাইলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান