মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২২০৯
- কুরআনের ফাযাঈল অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - (কুরআন অধ্যয়ন ও তিলাওয়াতের আদব)
২২০৯। (তাবেয়ী) হযরত তাউস (ইয়ামানী) মুরসালরূপে বর্ণনা করেন যে, একবার নবী করীম (ﷺ)-কে জিজ্ঞাসা করা হইল, হুযূর কোরআনে স্বর প্রয়োগ ও ভাল তেলাওয়াতের দিক দিয়া সর্বোত্তম ব্যক্তি কে? হুযূর বলিলেনঃ যাহার কোরআন পাঠ শুনিয়া তোমার কাছে মনে হয় যে, সে আল্লাহর প্রতি ভয় পোষণ করিতেছে। তাউস বলেন, (তাবেয়ী) তালক এইরূপই ছিলেন। —দারেমী
كتاب فضائل القرآن
وَعَنْ طَاوُوسٍ مُرْسَلًا قَالَ: سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ النَّاسِ أَحْسَنُ صَوْتًا لِلْقُرْآنِ؟ وَأَحْسَنُ قِرَاءَةً؟ قَالَ: «مَنْ إِذَا سَمِعْتَهُ يقْرَأ أَرَأَيْت أَنَّهُ يَخْشَى اللَّهَ» . قَالَ طَاوُوسٌ: وَكَانَ طَلْقٌ كَذَلِك. رَوَاهُ الدَّارمِيّ