মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৪৯
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৪৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন ব্যক্তির দো'আ ফিরাইয়া দেওয়া হয় না। রোযাদারের দোআ, যখন সে ইফতার করে, ন্যায়বিচারক শাসকের দোআ এবং অত্যাচারিতের দোআ। তাহার দো'আকে আল্লাহ্ মেঘের উপর উঠাইয়া লন এবং উহার জন্য আসমানের দরজা খুলিয়া দেওয়া হয় এবং পরওয়ারদেগারে আলম বলেন, আমার ইজ্জত-সম্মানের কসম — আমি নিশ্চয় তোমার সাহায্য করিব, যদিও কিছু সময় পাছে হয়। – তিরমিযী
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ: الصَّائِمُ حِينَ يُفْطِرُ وَالْإِمَامُ الْعَادِلُ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ فَوْقَ الْغَمَامِ وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ: وَعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بعد حِين . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
কোন কোন সময় কাহারও দো'আ দেরীতে কবুল হইতে পারে। ইহাতে তাহার কল্যাণ নিহিত রহিয়াছে।