মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৭২
- যাবতীয় দোয়া-যিক্র
১. দ্বিতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৭২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন স্থানে বসিয়াছে আর তথায় আল্লাহর স্মরণ করে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী সে বৈঠক তাহার পক্ষে ক্ষতির কারণ হইয়াছে। এইরূপে যে ব্যক্তি কোন শয়ন স্থলে শুইয়াছে, অথচ তথায় আল্লাহর স্মরণ করে নাই, আল্লাহর হুকুম অনুযায়ী উহা তাহার পক্ষে ক্ষতির কারণ হইবে। –আবু দাউদ
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَعَدَ مَقْعَدًا لَمْ يَذْكُرِ اللَّهَ فِيهِ كَانَتْ عَلَيْهِ مِنَ اللَّهِ تِرَةٌ وَمَنِ اضْطَجَعَ مَضْجَعًا لَا يذكر الله فِيهِ كَانَ عَلَيْهِ مِنَ اللَّهِ تِرَةٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ