মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৩০৬
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. দ্বিতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩০৬। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শ্রেষ্ঠ যিকর হইল, “লা ইলাহা ইল্লাল্লাহ্”, আর শ্রেষ্ঠ দো'আ হইল, “আলহামদু লিল্লাহ্।” – তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب الدعوات
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَفْضَلُ الذِّكْرِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَفْضَلُ الدُّعَاءِ: الْحَمْدُ لِلَّهِ . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

কাহারও দানের কারণে তাহার প্রশংসা করাকে বলে 'হামদ'। সুতরাং 'হামদ' করার মধ্যে দান তলব করাই নিহিত রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান