মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৩৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৩৯। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সফর করিতেন, আর রাত্রি উপস্থিত হইত, তিনি বলিতেন, “হে ভূমি! আমার রব ও তোমার রব আল্লাহ্। সুতরাং আমি আল্লাহর নিকট তোমার মন্দ হইতে, তোমাতে যাহা আছে উহার মন্দ হইতে, তোমাতে যাহা সৃষ্টি করা হইয়াছে উহার মন্দ হইতে এবং যাহা তোমার উপর চলাফেরা করে উহার মন্দ হইতে পানাহ্ চাহি। আমি আরও আল্লাহ্র নিকট পানাহ্ চাহি সিংহ, ব্যাঘ্র, কাল সাপ ও সাপ-বিচ্ছু হইতে এবং শহরের অধিবাসী ও পিতা পুত্র হইতে। — আবু দাউদ
كتاب الدعوات
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَافَرَ فَأَقْبَلَ اللَّيْلُ قَالَ: «يَا أَرْضُ رَبِّي وَرَبُّكِ اللَّهُ أَعُوذُ بِاللَّهِ مِنْ شَرِّكِ وَشَرِّ مَا فِيكِ وَشَرِّ مَا خُلِقَ فِيكِ وَشَرِّ مَا يَدِبُّ عَلَيْكِ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ أَسَدٍ وَأَسْودَ وَمِنَ الْحَيَّةِ وَالْعَقْرَبِ وَمِنْ شَرِّ سَاكِنِ الْبَلَدِ وَمِنْ والدٍ وَمَا ولد» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

'পিতা-পুত্র'—অর্থে এখানে ইবলীস ও তাহার বংশধরকে বুঝান হইয়াছে; আর কেহ অন্যরূপ বলিয়াছেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান