মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৫৬
- যাবতীয় দোয়া-যিক্‌র
৫. তৃতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৫৬। হযরত বুরায়দা (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন বাজারে প্রবেশ করিতেন, বলিতেন, “বিসমিল্লাহ্, আল্লাহ্! তোমার কাছে আমি এই বাজারের মঙ্গল এবং ইহাতে যাহা রহিয়াছে তাহার মঙ্গল চাহি এবং আমি পানাহ্ চাহি উহার অমঙ্গল হইতে এবং উহাতে যাহা আছে তাহার অমঙ্গল হইতে। আল্লাহ্! আমি তোমার কাছে পানাহ্ চাহি উহাতে যেন কোন লোকসানজনক বেচাকেনার ফাঁদে না পড়ি।” – বায়হাকী দা'ওয়াতুল কবীরে
كتاب الدعوات
وَعَن بُرَيْدَة قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ السُّوقَ قَالَ: «بِسْمِ اللَّهِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ السُّوقِ وَخَيْرِ مَا فِيهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُصِيبَ فِيهَا صَفْقَةً خَاسِرَةً» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي الدَّعَوَاتِ الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৪৫৬ | মুসলিম বাংলা