মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৪৯৩
- যাবতীয় দোয়া-যিক্‌র
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৯৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেন, “আল্লাহ্! আমাদের উপকারে লাগাও যাহা আমাদিগকে শিক্ষা দিয়াছ এবং শিক্ষা দাও আমাদিগকে তাহা যাহা আমাদের উপকারে লাগিবে, আর জ্ঞান বৃদ্ধি কর আমাদের। আল্লাহর শোকর প্রত্যেক অবস্থায় এবং আমি আল্লাহর কাছে পানাহ্ চাহি দোযখবাসীদের অবস্থা হইতে।” –তিরমিযী ও ইবনে মাজাহ। —তিরমিযী বলেন, ইহার সনদ গরীব।
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ حَالِ أَهْلِ النَّارِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِسْنَادًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান