মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫১৩
- হজ্জ্বের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২৫১৩। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কোন পুরুষ যেন কখনও কোন স্ত্রীলোকের সাথে এক জায়গায় না হয় এবং কোন স্ত্রীলোক যেন কখনও আপন কোন মাহরাম ব্যক্তির সাথে ব্যতীত একাকিনী ভ্রমণে বাহির না হয়। তখন এক ব্যক্তি বলিয়া উঠিল, ইয়া রাসূলাল্লাহ্। অমুক যুদ্ধে আমার নাম লেখানো হইয়াছে, আর আমার স্ত্রী একাকিনী হজ্জে রওয়ানা হইয়াছে। হুযূর বলিলেন যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজ্জ কর। —মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ وَلَا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ» . فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَّةً قَالَ: «اذهبْ فاحجُجْ مَعَ امرأتِكَ»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস অনুসারেই ইমাম আ'যম আবু হানীফা ও ইমাম আহমদ (রঃ) বলেন, মাহরাম ব্যক্তি না থাকিলে স্ত্রীলোকের উপর হজ্জ ফরয নহে ।
মাহরাম অর্থে এখানে এমন ব্যক্তিকে বুঝান হইয়াছে যাহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া চিরতরে হারাম। ভগিনীপতি মাহরাম নহে। কেননা, ভগিনী মরিয়া গেলে তাহার সাথে বিবাহ হারাম নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান