মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫১৫
- হজ্জ্বের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২৫১৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কোন স্ত্রীলোক যেন একদিন একরাত্রির পথ ভ্রমণ না করে কোন মাহরামের সাথে ব্যতীত। মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُسَافِرُ امْرَأَةٌ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ إِلَّا وَمَعَهَا ذُو محرم»

হাদীসের ব্যাখ্যা:

এখানে একদিন এক রাত্রি পথ অর্থে অল্প সময়ের পথকেই বুঝান হইয়াছে। কেননা, হযরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত বুখারী ও মুসলিমের অপর হাদীসে আছে, হুযূর (ﷺ) বলিয়াছেন, কোন স্ত্রীলোক যেন সফর না করে কোন মাহরাম ব্যক্তির সাথে ব্যতীত। সেই হাদীসে একদিন এক রাত্রির উল্লেখ নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান