মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫১৭
- হজ্জ্বের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২৫১৭। হযরত জাবের (রাঃ) রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন মদীনাবাসীদের মীকাত হইল 'ফুল্‌হুলায়ফা', অন্য পথে অর্থাৎ, শামের পথে গমন করিলে 'জুহফা' ইরাকবাসীদের মীকাত হইল 'জাতু-ইরক', নজদবাসীদের মীকাত হইল 'কারনুল মানাযিল' এবং ইয়ামনবাসীদের মীকাত হইল 'ইয়ালামলাম'। -মুসলিম
كتاب المناسك
وَعَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مُهَلُّ أَهْلِ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ وَالطَّرِيقُ الْآخَرُ الْجُحْفَةُ وَمُهَلُّ أَهْلِ الْعِرَاقِ مِنْ ذَاتِ عِرْقٍ وَمُهَلُّ أَهْلِ نَجْدٍ قَرْنٌ وَمُهَلُّ أَهْلِ الْيَمَنِ يَلَمْلَمُ» . رَوَاهُ مُسْلِمٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান