মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫২০
- হজ্জ্বের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২৫২০। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হে মানবমণ্ডলী! আল্লাহ্ তোমাদের উপর হজ্জ ফরয করিয়াছেন (সুতরাং তোমরা হজ্জ করিবে। এ সময় হযরত আকরা ইবনে হারেস (রাঃ) দাঁড়াইয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! ইহা কি প্রত্যেক বৎসরে? হুযূর বলিলেন, যদি আমি বলিতাম হ্যাঁ, তবে ফরয হইয়া যাইত, আর যদি ফরয হইয়া যাইত তোমরা উহা সম্পাদন করিতে না এবং করিতে পারিতেও না। হজ্জ একবার। যে ইহার অধিক করিল, সে স্বেচ্ছামূলক নফল কাজ করিল। —আহমদ, নাসায়ী ও দারেমী
كتاب المناسك
اَلْفَصْلُ الثَّانِىْ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَيْكُمُ الْحَجَّ» . فَقَامَ الْأَقْرَعُ بْنُ حَابِسٍ فَقَالَ: أَفِي كُلِّ عَامٍ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: لَوْ قُلْتُهَا: نَعَمْ لَوَجَبَتْ وَلَوْ وَجَبَتْ لَمْ تَعْمَلُوا بِهَا وَلَمْ تَسْتَطِيعُوا وَالْحَجُّ مَرَّةٌ فَمَنْ زَادَ فَتَطَوُّعٌ . رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيّ والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান