মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৪৯
- হজ্জ্বের অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৯। হযরত খাল্লাদ ইবনে সায়েব তাঁহার পিতা হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেনঃ হযরত জিবরাঈল (আঃ) আসিয়া আমাকে বলিয়াছেন, আমি যেন আমার আসহাবকে তালবিয়া উচ্চঃস্বরে পড়িতে বলি। — মালেক, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب المناسك
وَعَنْ خَلَّادِ بْنِ السَّائِبِ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَتَانِي جِبْرِيلُ فَأَمَرَنِي أَنْ آمُرَ أَصْحَابِي أَنْ يرفَعوا أصواتَهم بالإِهْلالِ أَو التَّلبيَةِ» . رَوَاهُ مَالِكٌ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

এত উচ্চৈঃস্বরে নহে যাহাতে গলা ফাটিয়া যায়। নারীরা শুধু নিজে শুনে মত উচ্চৈঃস্বরে বলিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান