মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৬৮
- হজ্জ্বের অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৬৮। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়তুল্লাহর দুই ইয়ামানী কোণ ছাড়া অপর কোন কোণকে চুম্বন করিতে দেখি নাই। — মোত্তাঃ
كتاب المناسك
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: لَمْ أَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُ من الْبَيْت إِلَّا الرُّكْنَيْنِ اليمانيين

হাদীসের ব্যাখ্যা:

খোদার ঘরের যে কোণে হাজারে আসওয়াদ রহিয়াছে, তাহাকে হাজারে আসওয়াদের কোণ বা 'আররোকন' বলে এবং উহার বাম দিকের কোণ, যাহা দক্ষিণের ইয়ামন দেশের দিকে রহিয়াছে উহাকে রোকনে ইয়ামানী বলে। দুই ইয়ামানী কোণ অর্থে হাজারে আসওয়াদের কোণ ও রোকনে ইয়ামানীকে এবং রোকনে ইয়ামানীর চুম্বন অর্থে এখানে উহার স্পর্শ করাকেই বুঝান হইয়াছে। উহার স্পর্শ করা কাহারও মতে মোস্তাহাব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান