মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৭৭
- হজ্জ্বের অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৭৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হাজারে আসওয়াদ যখন বেহেশত হইতে অবতীর্ণ হয়, তখন উহা দুধ অপেক্ষা অধিক সাদা ছিল। পরে আদম সন্তানের গোনাহ্ উহাকে কাল করিয়া দেয়। – ইমাম আমদ ও তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন এবং তিরমিযী বলিয়াছেন যে, হাদীসটি হাসান সহীহ্ ।
كتاب المناسك
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَزَلَ الْحَجَرُ الْأَسْوَدُ مِنَ الْجَنَّةِ وَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ فَسَوَّدَتْهُ خَطَايَا بَنِي آدَمَ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح