মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৮৪
- হজ্জ্বের অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৮৪। হযরত ইয়া'লা ইবনে উমাইয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বায়তুল্লাহ্ শরীফের তওয়াফ করিয়াছেন একটি সবুজ চাদর ‘এযতেবা'রূপে গায়ে দিয়া। —তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب المناسك
وَعَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَافَ بِالْبَيْتِ مُضْطَجعا بِبُرْدٍ أَخْضَرَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

‘এযতেবা' বলে চাদরের মধ্যখানকে ডান বগলের নীচে দিয়া উহার দুই মাথা বাম কাঁধের উপরে দেওয়া, যাহাতে বাহু খোলা থাকে। ইহা বীরত্বব্যঞ্জক। পরের হাদীসে ইহাই বলা হইয়াছে। তওয়াফে কুদুমে এইরূপ করা সুন্নত। তওয়াফে ইফাযায় ইহা না করিলেও চলে। কিন্তু সাধারণ লোক এহরাম বাঁধা মাত্রই যে এইরূপে চাদর গায়ে দেয় তাহা বে আসল কথা; বরং নামাযের মধ্যে এইরূপ করা মাকরূহ। তওয়াফে কুদুমে 'রমল' করা (জোরে পদক্ষেপ করা) মাত্র তিন পাকে সুন্নত। কিন্তু ‘এযতেবা' সাত পাকেই সুন্নত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান