মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬২১
- হজ্জ্বের অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - পাথর মারা
২৬২১। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি জামরাতুল কুবরার নিকট পৌঁছিলেন এবং বায়তুল্লাহ্ শরীফের দিককে বামে আর মিনার দিককে ডানে রাখিয়া উহার উপর সাতটি কাঁকর মারিলেন প্রত্যেক কাঁকরের সাথে আল্লাহু আকবর বলিয়া। তৎপর বলিলেনঃ এইরূপেই কাঁকর মারিয়াছেন, যাহার উপর সূরা বাকারা অবতীর্ণ হইয়াছে তিনি। মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: أَنَّهُ انْتَهَى إِلَى الْجَمْرَةِ الْكُبْرَى فَجَعَلَ الْبَيْتَ عَنْ يَسَارِهِ وَمِنًى عَنْ يَمِينِهِ وَرَمَى بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ ثُمَّ قَالَ: هَكَذَا رَمَى الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ
হাদীসের ব্যাখ্যা:
(১) সূরা বাকারাতেই হজ্জের অধিকতর মাসআলা রহিয়াছে, তাই উহার নাম করা হইল। (২) সাত কাঁকর সাত বার মারিতে হইবে। একবারে মারিলে একটিই ধরা হইবে।