মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৫২
- হজ্জ্বের অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৫২। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানীর দিনে মক্কায় যাইয়া তাওয়াফুল ইফাযা করিলেন, অতঃপর মিনায় ফিরিয়া যোহরের নামায পড়িলেন। — মুসলিম
كتاب المناسك
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفَاضَ يَوْمَ النَّحْرِ ثُمَّ رجعَ فصلّى الظهْرَ بمنى. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

অপরাপর হাদীসে রহিয়াছে, হুযূর (ﷺ) দশ তারিখে মক্কায়ই যোহরের নামায পড়িয়াছেন। মোহাদ্দেস ও ফকীহগণ ইহাই গ্রহণ করিয়াছেন। সম্ভবতঃ মিনায় সাহাবীগণ হুযুরের অপেক্ষায় যোহরের নামায গৌণে পড়িয়াছিলেন এবং হুযূর এখানে আসিয়া জামাআত দেখিয়া উহাতে শরীক হইয়াছিলেন। ইবনে ওমর এখানে ইহাই বর্ণনা করিয়াছেন অথবা ‘কোরবানীর দিন অর্থে এখানে তিনি কোরবানীর তিন দিনকেই বুঝাইয়াছেন, আর তিন দিনের কোন একদিন হয়তো হুযূর তওয়াফ করার পর যোহরের নামায এখানে আসিয়াই পড়িয়াছিলেন। তিনি রোজ মিনা হইতে যাইয়াই তওয়াফ করিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান