মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৬০
- হজ্জ্বের অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৬০। (তাবেয়ী) ওবারা বলেন, আমি ইবনে ওমর (রাঃ)-কে জিজ্ঞাসা করিলাম, (দশ তারিখের পরের দিনসমূহে) আমি কবে কাকর মারিব? তিনি বলিলেন, যখন তোমার ইমাম মারিবে তখন। আমি তাহাকে পুনরায় মাসআলাটি জিজ্ঞাসা করিলাম। তখন তিনি বলিলেন, আমরা সময়ের অপেক্ষায় থাকিতাম, যখন সূর্য ঢলিয়া যাইত কাকর মারিতাম। বুখারী
كتاب المناسك
وَعَن وَبرةَ قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ: مَتَى أَرْمِي الْجِمَارَ؟ قَالَ: إِذَا رَمَى إِمَامُكَ فَارْمِهِ فَأَعَدْتُ عَلَيْهِ الْمَسْأَلَةَ. فَقَالَ: كُنَّا نَتَحَيَّنُ فَإِذَا زَالَتِ الشَّمْسُ رمينَا. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

‘ইমাম' অর্থে এখানে খলীফা বা তাঁহার প্রতিনিধিকে বুঝান হইয়াছে, অথবা এ বিষয়ের বিজ্ঞ ব্যক্তিকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান