মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৬৯
- হজ্জ্বের অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৬৯। হযরত আয়েশা (রাঃ) বলেন, মদীনা রওয়ানা হইবার রাতেই বিবি সাফিয়্যার ঋতু আরম্ভ হইল। তিনি বলিলেন, মনে হয় আমি আপনাদিগকে আটকাইয়া ফেলিলাম। ইহা শুনিয়া নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন ধ্বংস হউক, নিপাত যাক। সে কি কোরবানীর দিনে তওয়াফ করিয়াছে? বলা হইল, হ্যাঁ। হুযূর (ছাঃ) বলিলেন; তবে রওয়ানা হও! —মোত্তাঃ
كتاب المناسك
وَعَن عائشةَ قَالَتْ: حَاضَتْ صَفِيَّةُ لَيْلَةَ النَّفْرِ فَقَالَتْ: مَا أُرَانِي إِلَّا حَابِسَتَكُمْ. قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَقْرَى حَلْقَى أَطَافَتْ يَوْمَ النَّحْرِ؟» قيل: نعم. قَالَ: «فانفري»

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, বিদায়ী তওয়াফ ওয়াজিব হইলেও হায়য গ্রস্তাদের জন্য ইহা মাফ—যদি ১০ তারিখে তওয়াফে ইফাযা করিয়া থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান