মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৮৬
- হজ্জ্বের অধ্যায়
১১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৮৬। হযরত ওসমান (রাঃ) রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে সেই ব্যক্তি সম্পর্কে বর্ণনা করেন, যে এহরাম অবস্থায় আপন চোখে বেদনা অনুভব করে, সে মুসাব্বার দ্বারা পট্রি ধাধিতে পারে। —মুসলিম
كتاب المناسك
وَعَن عُثْمَان حَدَّثَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الرَّجُلِ إِذَا اشْتَكَى عَيْنَيْهِ وَهُوَ محرمٌ ضمدهما بِالصبرِ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, এহরাম অবস্থায় মাথা ও মুখমণ্ডল ঢাকা জায়েয না হইলেও অসুখের জন্য পট্টি বাঁধা জায়েয, যদিও মুখের কিয়দংশ ঢাকিয়া যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৬৮৬ | মুসলিম বাংলা