মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৮৮
- হজ্জ্বের অধ্যায়
১১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৮৮। হযরত কা'ব ইবনে উজরা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা‘বের নিকট দিয়া গেলেন—আর তিনি তখন হুদায়বিয়ায় ছিলেন—মক্কা পৌঁছার পূর্বে, (এবং দেখিলেন) কা'ব এহরাম অবস্থায় আছে এবং একটি ডেগের তলায় আগুন ধরাইতেছে আর উকুন তাহার মুখমণ্ডলের উপর ঝরিয়া পড়িতেছে। ইহা দেখিয়া হুযুর বলিলেনঃ তোমার পোকা কি তোমাকে কষ্ট দিতেছে? কা'ব বলিল, হ্যাঁ। তখন হুযূর বলিলেন, তবে তুমি তোমার মাথা মুড়াইয়া ফেল এবং ছয় জন মিসকীনকে এক 'ফরক' খানা খাওয়াও অথবা তিন দিন রোযা রাখ অথবা একটি পশু কোরবানী কর। রাবী বলেন, ফরক তিন ছা'কে বলে। মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ بِالْحُدَيْبِيَةَ قَبْلَ أَنْ يَدْخُلَ مَكَّةَ وَهُوَ مُحْرِمٌ وَهُوَ يُوقِدُ تَحْتَ قِدْرٍ وَالْقَمْلُ تهافت عَلَى وَجْهِهِ فَقَالَ: «أَتُؤْذِيكَ هَوَامُّكَ؟» . قَالَ: نَعَمْ. قَالَ: «فَاحْلِقْ رَأْسَكَ وَأَطْعِمْ فَرَقًا بَيْنَ سِتَّةِ مَسَاكِينَ» . وَالْفَرَقُ: ثَلَاثَةُ آصُعٍ: «أَوْ صُمْ ثَلَاثَةَ أَيَّام أوانسك نسيكة»
হাদীসের ব্যাখ্যা:
(১) ইহা ৬ষ্ঠ হিজরীর ঘটনা। হুযূর উমরার নিয়তে মদীনা হইতে রওয়ানা হইয়াছিলেন; কিন্তু কাফেরদের বাধা দানের কারণে তাহাদের সাথে সন্ধি করিয়া হুদায়বিয়া হইতে ফিরিয়া আসেন। (২) এক ছা' পৌনে চারি সেরের কিছু উপরে।