মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৯০
- হজ্জ্বের অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৯০। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে এহরাম অবস্থায় ছিলাম, আর আরোহীদল আমাদের নিকট দিয়া অতিক্রম করিত। যখন তাহারা আমাদের বরাবরে আসিত, আমাদের প্রত্যেকেই আপন মাথার চাদর চেহারার উপর লটকাইয়া দিত, আর যখন অতিক্রম করিত আমরা উহা খুলিয়া দিতাম। –আবু দাউদ। আর ইবনে মাজাহ্ উহার মর্মার্থ।
كتاب المناسك
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ فَإِذَا جَاوَزُوا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وجهِها فإِذا جاوزونا كشفناهُ. رَوَاهُ أَبُو دَاوُد وَلابْن مَاجَه مَعْنَاهُ
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বুঝা গেল যে, বিনা আবশ্যকে পরপুরুষকে মুখ দেখান স্ত্রীলোকের পক্ষে জায়েয নহে। তবে এরাম অবস্থায় মুখ ঢাকিতে কাপড় যেন চর্মে না লাগে তৎপ্রতি লক্ষ্য রাখিবে।