মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭১৬
- হজ্জ্বের অধ্যায়
১৪. প্রথম অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭১৬। আবু হুরায়রার বর্ণনায় আছে—কাটা চলিবে না উহার গাছ এবং উঠাইবে না উহার পথে পড়া দ্রব্য শোহরতকারী ব্যতীত।
كتاب المناسك
وَفِي رِوَايَة لأبي هريرةَ: «لَا يُعضدُ شجرُها وَلَا يلتَقطُ ساقطتَها إِلاَّ مُنشِدٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান