মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭৫৮
- হজ্জ্বের অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৫৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে (হজ্জের সফরে) বলিতে শুনিয়াছি, তখন তিনি আকীক উপত্যকায় ছিলেন—এই রাতে আমার পরওয়ারদেগারের তরফ হইতে আমার নিকট এক আগমনকারী আগমন করেন এবং বলেন, আপনি এই মোবারক উপত্যকায় (দুই রাকআত নফল) নামায পড়ুন এবং উহাকে উমরাসহ এক হজ্জ গণ্য করুন। অপর বর্ণনায় আছে, উমরা ও হজ্জ গণ্য করুন। —বুখারী
كتاب المناسك
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِوَادِي الْعَقِيقِ يَقُولُ: أَتَانِي اللَّيْلَةَ آتٍ مِنْ رَبِّي فَقَالَ: صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ وَقُلْ: عُمْرَةٌ فِي حَجَّةٍ . وَفِي رِوَايَة: «قل عُمرةٌ وحِجّةٌ» . رَوَاهُ الْبُخَارِيُّ

হাদীসের ব্যাখ্যা:

ইহা হুযূরের জন্য তখনকার বিশেষ নির্দেশ ছিল। বর্তমানে আকীক উপত্যকা মদীনার কোন ধর্মীয় স্থান নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান