মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮০৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - সুদ
২৮০৮। হযরত ওবাদা ইবনে সামেত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: স্বর্ণ স্বর্ণের বিনিময়ে, রৌপ্য রৌপ্যের বিনিময়ে, গম গমের বিনিময়ে, যব যবের বিনিময়ে, খুর্মা খুর্মার বিনিময়ে, নিমক নিমকের বিনিময়ে আদান-প্রদান করা হইলে সমান সমান ও সমপরিমাণে হইতে হইবে এবং উভয় দিক হইতে উপস্থিত যখন তখন আদান-প্রদান হইতে হইবে। অবশ্য এইসব বস্তুর বিনিময় যদি এক জাতীয় বস্তু অপর জাতীয় বস্তুর সহিত হয়, তবে সেই ক্ষেত্রে তোমরা পরিমাণ যাহা ইচ্ছা নির্ধারিত করিতে পার যদি উভয়পক্ষ হইতে উপস্থিত আদান-প্রদান অনুষ্ঠিত হয়। -মুসলিম
كتاب البيوع
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الذَّهَبُ بِالذَّهَبِ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَالْبُرُّ بِالْبُرِّ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالتَّمْرُ بِالتَّمْرِ وَالْملح بالملح مثلا بِمثل سَوَاء بسَواءٍ يَدًا بِيَدٍ فَإِذَا اخْتَلَفَتْ هَذِهِ الْأَصْنَافُ فَبِيعُوا كَيْفَ شِئْتُمْ إِذَا كَانَ يَدًا بِيَدٍ» . رَوَاهُ مُسلم