মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৬২
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৬২। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নিষেধ করিয়াছেন—আঙ্গুর বিক্রয় করিতে, যাবৎ না উহা কাল হইয়া যায়, শস্য বিক্রয় করিতে, যাবৎ না উহা পুষ্ট হইয়া যায়। – তিরমিযী ও আবু দাউদ
তিরমিযী ও আবু দাউদের এক বর্ণনায় হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) খেজুর বিক্রি করিতে নিষেধ করিয়াছেন, যাবৎ না উহা লাল বা হলুদ হইয়া যায়। তিরমিযী বলিয়াছেন, এই হাদীস হাসান গরীব।
كتاب البيوع
وَعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْعِنَبِ حَتَّى يَسْوَدَّ وَعَنْ بَيْعِ الْحَبِّ حَتَّى يَشْتَدَّ هَكَذَا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ عَنْ أَنَسٍ. وَالزِّيَادَة الَّتِي فِي المصابيح وَهُوَ قولُه: نهى عَن بيْعِ التَمْرِ حَتَّى تزهوَ إِنَّما ثبتَ فِي رِوَايَتِهِمَا: عَنِ ابْنِ عُمَرَ قَالَ: نَهَى عَنْ بَيْعِ النَّخْلِ حَتَّى تَزْهُوَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث حسن غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান