মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৮৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৭. প্রথম অনুচ্ছেদ - অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা
২৮৮৫। হযরত আয়েশা (রাঃ)-ই বলিয়াছেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহধম ত্যাগ করাকালে তাঁহার লৌহবর্ম প্রায় তিন মণ যবের মূল্যের জন্য এক ইহুদীর নিকট বন্ধক ছিল। – বোখারী
كتاب البيوع
وَعَنْهَا قَالَتْ: تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلَاثِينَ صَاعا من شعير. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান