মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮৮৭
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা
২৮৮৭। তাবেয়ী হযরত সায়ীদ ইবনে মুসাইয়্যাব (রঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ রেহেন বা বন্ধক রাখা বন্ধকী বস্তু হইতে উহার মালিককে স্বত্বহীন করে না। ঐ বস্তুর আয়-উৎপন্নের অধিকারী সে-ই হইবে এবং তাহারই উপর বর্তিবে উহার (ব্যয় বহন ও) ক্ষয়-ক্ষতি। —শাফেয়ী
كتاب البيوع
الْفَصْل الثَّانِي
عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَغْلَقُ الرَّهْنُ الرَّهْنَ مِنْ صَاحِبِهِ الَّذِي رَهَنَهُ لَهُ غنمه وَعَلِيهِ غرمه» . رَوَاهُ الشَّافِعِي مُرْسلا