মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮৮৯
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - অগ্রিম বিক্রয় করা এবং বন্ধক রাখা
২৮৮৯। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ (শরীআতের বিধানে উল্লিখিত) পরিমাপ ক্ষেত্রে মদীনায় প্রচলিত পরিমাপই গণ্য হইবে এবং ওজনের ক্ষেত্রে মক্কায় প্রচলিত ওজন গণ্য হইবে। —আবু দাউদ ও নাসায়ী
كتاب البيوع
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمِكْيَالُ مِكْيَالُ أَهْلِ الْمَدِينَةِ وَالْمِيزَانُ مِيزَانُ أَهْلِ مَكَّةَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ