মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৯৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - খাদ্যদ্রব্য গুদামজাত করা
২৮৯৪। হযরত আনাস (রাঃ) বর্ণনা করিয়াছেন, নবী করীম (ﷺ)-এর আমলে এক সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি পাইল। লোকগণ অনুরোধ করিল—ইয়া রাসূলাল্লাহ্! দ্রব্যমূল্য নির্ধারিত করিয়া দিন। নবী করীম (ﷺ) বলিলেনঃ মূল্যের গতি আল্লাহ্ তাআলার তরফ হইতেই নির্ধারিত হইয়া থাকে। সঙ্কীর্ণতা ও প্রশস্ততা আনয়নকারী একমাত্র তিনিই এবং তিনিই রিযিকদাতা। সদা আমার এই চেষ্টাই থাকিবে, আমি যেন আল্লাহ্র দরবারে এই অবস্থায় উপস্থিত হই যে, আমার উপর তোমাদের কাহারও প্রতি কোন যুলুম-অন্যায়ের দাবী না থাকে—জানের বা মালের। —তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب البيوع
وَعَن أنس قَالَ: غَلَا السِّعْرُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ سَعِّرْ لَنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ هُوَ الْمُسَعِّرُ الْقَابِضُ الْبَاسِطُ الرَّازِقُ وَإِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى رَبِّي وَلَيْسَ أحد مِنْكُم يطلبنني بمظلة بِدَمٍ وَلَا مَالٍ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

জনসাধারণের জীবন যাপন অত্যন্ত কঠিন হইয়া যাওয়ার জরুরী অবস্থা উদ্ভব হইলে সরকার দ্রব্যমূল্য নির্ধারণের ব্যবস্থা গ্রহণ করিতে পারেন। প্রকৃত জরুরী অবস্থা ব্যতিরেকে তাহা করা হইলে যুলুম ও অন্যায়ে পরিগণিত হইবে এবং আখেরাতে উহার জন্য দায়ী হইতে হইবে। নবী করীম (ﷺ) সেই বোঝা এড়াইবার কথাই উল্লেখ করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান