মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯০৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান
২৯০৫। হযরত আবু রাফে' (রাঃ) বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ( জেহাদ উপলক্ষে কোন মুজাহিদের জন্য) এক ব্যক্তি হইতে একটি যুবা উট ধার লইলেন। অতঃপর (বাইতুল মালে ) সদকার উট আমদানী হইল; আবু রাফে' বলেন, তখন রাসুলুল্লাহ্ (ছাঃ) আমাকে আদেশ করিলেন (বাইতুল মাল হইতে একটি উট প্রদান করিয়া) তাহার ঋণ পরিশোধ করিতে। আমি আরয করিলাম, (বাইতুল মালে) শুধুমাত্র সাত বৎসর বয়সের উট আছে (যাহা তাহার উট অপেক্ষা বড়)। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ঐ বড়টিই তাহাকে প্রদান কর; নিশ্চয় ঐ ব্যক্তি লোকদের মধ্যে উত্তম যে প্রাপ্য পরিশোধ করিতে ভালটি প্রদান করে। —মুসলিম
كتاب البيوع
وَعَن أبي رَافع قَالَ: اسْتَسْلَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكْرًا فَجَاءَتْهُ إِبِلٌ مِنَ الصَّدَقَةِ قَالَ: أَبُو رَافِعٍ فَأَمَرَنِي أَنْ أَقْضِيَ الرَّجُلَ بَكْرَهُ فَقُلْتُ: لَا أَجِدُ إِلَّا جَمَلًا خِيَارًا رَبَاعِيًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطِهِ إِيَّاهُ فَإِنَّ خَيْرَ النَّاسِ أَحْسَنُهُمْ قَضَاءً» . رَوَاهُ مُسلم