মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৩১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - অংশীদারিত্ব ও ওয়াকালাহ্ (দায়িত্ব প্রদান)
২৯৩১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একবার আনসারগণ নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, হুযুর আমাদের খেজুর বাগানগুলি আমাদের ও আমাদের ভাই মুহাজেরদের মধ্যে ভাগ করিয়া দিন। তিনি বলিলেন, না, (আমরা মুহাজিরগণ বাগানের স্বত্ব লাভ করিলাম। বাগান তোমাদের কাছে থাকুক।) আমাদের জন্য তোমাদের পক্ষ হইতে ইহাই যথেষ্ট যে, তোমরা বাগানের তত্ত্বাবধানের কষ্ট স্বীকার কর, আমরা তোমাদিগকে ফলে শরীক করিব। তাহারা বলিলেন, হুযুর, আমরা ইহা শুনিলাম ও মানিলাম। বোখারী
كتاب البيوع
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَتِ الْأَنْصَارُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْسِمْ بَيْنَنَا وَبَيْنَ إِخْوَاننَا النخيل قَالَ: «لَا تكفوننا المؤونة وَنَشْرَكْكُمْ فِي الثَّمَرَةِ» . قَالُوا: سَمِعْنَا وَأَطَعْنَا. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

আনসারগণ মুহাজিরদিগকে নিজেদের সমস্ত মালের আধাআধি ভাগ করিয়া দিয়াছিলেন। বাগান ভাগ করিয়া দিতে চাহিলে হুযূর বলিলেন, আমরা বাগান পাইলাম । উহা তোমাদের নিকট শরীকিতে থাকুক। তোমরা উহার তত্ত্বাবধান কর, আমরা ফলে তোমাদের শরীক হইব। মোটকথা, হাদীসে শরীকিতে বাগান রাখার কথাই দেখান হইল ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৯৩১ | মুসলিম বাংলা