মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৫৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৫৪। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন বাগানে পৌঁছে সে যেন উহা হইতে খায়, তবে আঁচলে ভরিয়া কিছু না লইয়া যায়। –তিরমিযী ও ইবনে মাজাহ। —কিন্তু তিরমিযী বলেন, হাদীসটি গরীব।
كتاب البيوع
وَعَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ دَخَلَ حَائِطًا فَلْيَأْكُلْ وَلَا يَتَّخِذْ خُبْنَةً» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ هَذَا حَدِيث غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

ইহাও তখনকারই কথা যখন ক্ষুধার মৃত্যুর আশংকা হয়। অন্যথায় বিনা অনুমতিতে অন্যের মাল খাওয়া যে হারাম, ইহা বহু হাদীসে বলা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান