মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯৯৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - অনাবাদী জমিন আবাদ করা ও সেচের পালা
২৯৯৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমরা কাহাকেও অতিরিক্ত পানিতে বাধা দিও না। তাহাতে তোমাদের বাধা দেওয়া হইবে অতিরিক্ত ঘাসে। মোত্তাঃ
كتاب البيوع
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تمنعوا فضل المَاء لتمنعوا بِهِ فضل الْكلأ»
হাদীসের ব্যাখ্যা:
চারণভূমির কাছের কূপে লোক পশুকে পানি খাওয়াইতে আনে। ইহাতে বাধা দেওয়া হইলে বাস্তবে ঘাসেই বাধা দেওয়া হইল। কেননা, পানি না পাইলে লোকে চারণভূমিতে পশু আনিবে না; অথচ ঘাসে বাধা দেওয়া নিষেধ।