মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৩০২৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - হাদিয়া (উপহার) ও হিবার (অনুদান) প্রসঙ্গে
৩০২৪। হযরত উসামা ইবনে যায়দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যাহার প্রতি কোন ভাল ব্যবহার করা হইল, আর সে ভাল ব্যবহারকারীকে বলিল, আল্লাহ্ আপনাকে ভাল প্রতিদান দিক। সে তাহার বহুল প্রশংসা করিল। —তিরমিযী
كتاب البيوع
وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَقَالَ لِفَاعِلِهِ: جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

যাহার প্রতিদানের সামর্থ্য নাই তাহার পক্ষে ইহাই যথেষ্ট এবং ইহা করা উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান