মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০৩০
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - হাদিয়া (উপহার) ও হিবার (অনুদান) প্রসঙ্গে
৩০৩০। তাবেয়ী হযরত আবু ওসমান নাহ্দী বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কাহাকেও খোশবুদার জিনিস দেওয়া হয়, তখন সে যেন ইহা ফিরাইয়া না দেয়। কেননা, উহা বেহেশত হইতে বাহির হইয়াছে। —তিরমিযী মুরসালরূপে
كتاب البيوع
وَعَن أَبِي عُثْمَانَ النَّهْدَيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِذا أعْطى أحدكُم الرَّيْحَانَ فَلَا يَرُدُّهُ فَإِنَّهُ خَرَجَ مِنَ الْجَنَّةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ مُرْسلا