মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৩০৩৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৮. প্রথম অনুচ্ছেদ - কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী
৩০৩৪। সেই যায়দ ইবনে খালেদ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে হারানো পশুকে আশ্রয় দিয়াছে সে নিজেই পথহারা, যাবৎ না সে উহার শোহরত করে। —মুসলিম
كتاب البيوع
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ آوَى ضَالَّةً فَهُوَ ضَالٌّ مَا لم يعرفهَا» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান