মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০৪০
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কুড়িয়ে পাওয়া দ্রব্য-সামগ্রী
৩০৪০। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ছড়ি, চাবুক, রশি ও এইগুলির ন্যায় (নগণ্য) জিনিস— যাহা কোন ব্যক্তি উঠায়, উহার দ্বারা নিজে উপকার লাভ করিতে আমাদিগকে অনুমতি দিয়াছেন। —আবু দাউদ
كتاب البيوع
وَعَنْ جَابِرٍ قَالَ: رَخَّصَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَصَا وَالسَّوْطِ وَالْحَبْلِ وَأَشْبَاهِهِ يَلْتَقِطُهُ الرَّجُلُ يَنْتَفِعُ بِهِ. رَوَاهُ أَبُو دَاوُد
وَذكر حَدِيث الْمِقْدَام بن معدي كرب: «أَلا لَا يحل» فِي «بَاب الِاعْتِصَام»
وَذكر حَدِيث الْمِقْدَام بن معدي كرب: «أَلا لَا يحل» فِي «بَاب الِاعْتِصَام»
হাদীসের ব্যাখ্যা:
'ছড়ি, চাবুক, রশি' ইত্যাদি—অর্থাৎ, যাহা যেই দেশে নগণ্য জিনিস বলিয়া বিবেচিত হয় এবং যাহা হারানো গেলে তালাশ করা হয় না, তাহার জন্য শোহরত না করিয়াই গ্রহণকারী নিজের কাজে লাগাইতে পারে, যদি সে গরীব হয়। ‘ছড়ি’—মূলে ‘আছা' শব্দ রহিয়াছে, যাহার অর্থ শিল্পকর্ম দ্বারা প্রস্তুত নহে এরূপ ছড়ি, যাহার উপর ভর করা হয় ও যাহা দ্বারা পশু তাড়ান হয়। আজকালের শিল্পকর্ম দ্বারা প্রস্তুত ভাল ছড়ি—যাহাকে নগণ্য মনে করা যাইবে না, তাহার জন্য শোহরত আবশ্যক হইবে