মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
হাদীস নং: ৩০৪৪
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. প্রথম অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৪৪। হযরত আনাস (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা রত করেন যে, তিনি বলিয়াছেন : কোন গোত্রের মুক্ত ক্রীতদাস সে গোত্রেরই একজন। – বোখারী
كتاب الفرائض والوصايا
وَعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
গোত্রেরই একজন— সুতরাং মুক্তিদাতা ক্রীতদাসের ওয়ারিস হইবে, যদি তাহার ওয়ারিস না থাকে। কিন্তু ক্রীতদাস মুক্তিদাতার ওয়ারিস হইবে না। (ইহার এ যুগে প্রয়োজন নাই। )