মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়

হাদীস নং: ৩০৪৯
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৪৯। হযরত বুরায়দা ইবনে হুসাইব (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) দাদী ও নানীর জন্য এক-ষষ্ঠাংশ নির্ধারণ করিয়াছেন— যদি ইহাদের মোকাবিলায় (মৃতের) মা না থাকে। – আবু দাউদ
كتاب الفرائض والوصايا
وَعَنْ بُرَيْدَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَ لِلْجَدَّةِ السُّدُسَ إِذَا لَمْ تَكُنْ دونهَا أم. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

মৃতের মা থাকিলে নানী তো পাইবেই না, দাদীও পাইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩০৪৯ | মুসলিম বাংলা