মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়

হাদীস নং: ৩০৫২
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৫২। হযরত মেকদাম ইবনে মা'দীকারেব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি প্রত্যেক মু'মিনের পক্ষে তাহার নিজের চেয়েও বেশী নিকটে ; সুতরাং যে ঋণ অথবা পোষ্য রাখিয়া যাইবে উহা আমার জিম্মায় হইবে; আর যে মাল রাখিয়া যাইবে উহা তাহার ওয়ারিসগণের হইবে। আমিই অভিভাবক যাহার অভিভাবক নাই, আমি তাহার মালের ওয়ারিস হইব এবং তাহার বন্দী মুক্ত করিব। মামু তাহার ওয়ারিস হইবে যাহার কোন ওয়ারিস নাই। সে তাহার মালের ওয়ারিস হইবে এবং তাহার বন্দী মুক্ত করিবে।
আর এক বর্ণনায় আছে—আমি ওয়ারিস যাহার ওয়ারিস নাই, আমি তাহার রক্তপণ দিব এবং তাহার ওয়ারিস হইব। মামু ওয়ারিস যাহার ওয়ারিস নাই, সে তাহার রক্তপণ দিবে ও তাহার ওয়ারিস হইবে। —আবু দাউদ
كتاب الفرائض والوصايا
وَعَن الْمِقْدَام قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ فَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيْعَةً فَإِلَيْنَا وَمَنْ تَرَكَ مَالًا فَلِوَرَثَتِهِ وَأَنَا مَوْلَى مَنْ لَا مَوْلَى لَهُ أَرِثُ مَالَهُ وَأَفُكُّ عَانَهُ وَالْخَالُ وَارِثُ مَنْ لَا وَارِثَ لَهُ يَرِثُ مَالَهُ وَيَفُكُّ عَانَهُ» . وَفِي رِوَايَةٍ: «وَأَنَا وَارِثُ مَنْ لَا وَارِثَ لَهُ أَعْقِلُ عَنْهُ وَأَرِثُهُ وَالْخَالُ وَارِثُ مَنْ لَا وَارِثَ لَهُ يَعْقِلُ عَنْهُ ويرثه» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

'আমি তাহার মালের ওয়ারিস হইব' – অর্থাৎ, আমি মুতাওয়াল্লী হইয়া তাহার মাল বায়তুল মালে স্থাপন করিব। 'তাহার বন্দী মুক্ত করিব' – অর্থাৎ, তাহার কোন আত্মীয় শত্রু-হস্তে বন্দী থাকিলে মুক্তিপণ দিয়া আমি তাহাকে মুক্ত করিব। 'আমি তাহার রক্তপণ দিব'—অর্থাৎ, সে যদি রক্তপণ আদায়যোগ্য কোন অপরাধ করিয়া গিয়া থাকে, আমি উহা আদায় করিব। মামু ওয়ারিস যদি যবিল ফরয ও আসাবা না থাকে। ইহাতে বুঝা গেল যে, যবিল আরহাম ওয়ারিস হয়। মামু যবিল আরহাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান