মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়

হাদীস নং: ৩০৫৬
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৫৬। হযরত বুরায়দা আসলামী (রাঃ) বলেন, খুযাআ গোত্রের এক (লা-ওয়ারিস) ব্যক্তি মারা গেল এবং তাহার মীরাস নবী করীম (ﷺ)-এর নিকট আনা হইল। তিনি বলিলেন, তাহার কোন ওয়ারিস অথবা দূর আত্মীয় আছে কিনা তালাশ কর, কিন্তু তাহারা তাহার কোন ওয়ারিস অথবা দূর আত্মীয় পাইল না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, খুযাআর প্রবীণতম ব্যক্তিকে দিয়া দাও! – আবু দাউদ। তাঁহার অপর বর্ণনায় রহিয়াছে, খুযাআর প্রবীণতম ব্যক্তিকে তালাশ করিয়া দেখ ।
كتاب الفرائض والوصايا
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: مَاتَ رَجُلٌ مِنْ خُزَاعَةَ فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِيرَاثِهِ فَقَالَ: «الْتَمِسُوا لَهُ وَارِثًا أَوْ ذَا رَحِمٍ» فَلَمْ يَجِدُوا لَهُ وَارِثًا وَلَا ذَا رَحِمٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أعْطوا الْكُبْرَ مِنْ خُزَاعَةَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِي رِوَايَةٍ لَهُ: قَالَ: «انْظُرُوا أَكْبَرَ رَجُلٍ مِنْ خُزَاعَة»

হাদীসের ব্যাখ্যা:

এখানে তিনি ইহা বায়তুল মাল হইতে দানস্বরূপ দিতে বলিলেন। প্রথমে ইহা তিনি বায়তুল মালের জন্যই গ্রহণ করিয়াছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩০৫৬ | মুসলিম বাংলা