মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়

হাদীস নং: ৩০৬১
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৬১। হযরত কাবীসা ইবনে যুওয়াইব (রাঃ) বলেন, হযরত আবু বকর (রাঃ)-এর নিকট এক নানী আসিয়া তাহার (কন্যার সন্তানের) মীরাস সম্পর্কে জিজ্ঞাসা করিল। তিনি তাহাকে বলিলেন, আল্লাহর কিতাবে তোমার কোন অংশ নাই এবং (আমার জানামতে) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সুন্নতেও তোমার কোন অংশ নাই! এখন যাও ! আমি সাহাবীদের জিজ্ঞাসা করিয়া দেখি। অতঃপর তিনি জিজ্ঞাসা করিলেন। হযরত মুগীরা ইবনে শো'বা বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম, তিনি নানীকে ছয় ভাগের এক ভাগ দিয়াছেন। তখন হযরত আবু বকর (রাঃ) বলিলেন, আপনার সাথে আপনি ছাড়া অপর কেহ ছিল কি? তখন মুহাম্মাদ ইবনে মাসলামা মুগীরার কথার অনুরূপ বলিলেন। সুতরাং আবু বকর (রাঃ) তাহার জন্য ছয় ভাগের এক ভাগ দেওয়ার হুকুম দিলেন। কাবীসা বলেন, অতঃপর (ওমরের যমানায়) অন্য দাদী আসিয়া হযরত ওমর (রাঃ)-কে তাহার মীরাস সম্পর্কে জিজ্ঞাসা করিল। তিনি বলিলেন, সেই ছয় ভাগের এক ভাগই। তোমরা যদি উভয়ে থাক তবে উহা তোমাদের মধ্যে (আধাআধি) ভাগ হইবে। আর তোমাদের দুইয়ের কেহ যদি একা থাক, তবে উহা তাহারই হইবে। —মালেক, আহমদ, তিরমিযী, আবু দাউদ, দারেমী ও ইবনে মাজাহ্
كتاب الفرائض والوصايا
وَعَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ قَالَ: جَاءَتِ الْجَدَّةُ إِلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ تَسْأَلُهُ مِيرَاثَهَا فَقَالَ لَهَا: مَا لَكِ فِي كِتَابِ اللَّهِ شَيْءٌ وَمَا لَكِ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْءٌ فَارْجِعِي حَتَّى أَسْأَلَ النَّاسَ فَسَأَلَ فَقَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ: حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَاهَا السُّدُسَ فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ الله عَنهُ هَل مَعَك غَيره؟ فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ مِثْلَ مَا قَالَ الْمُغيرَة فأنفذه لَهَا أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ثُمَّ جَاءَتِ الْجدّة الْأُخْرَى إِلَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ تَسْأَلُهُ مِيرَاثَهَا فَقَالَ: هُوَ ذَلِك السُّدس فَإِن اجْتمعَا فَهُوَ بَيْنَكُمَا وَأَيَّتُكُمَا خَلَتْ بِهِ فَهُوَ لَهَا. رَوَاهُ مَالِكٌ وَأَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবু বকর (রাঃ) যে হযরত মুগীরা (রাঃ)-কে অবিশ্বাস করিয়াছিলেন তাহা নহে। অতিরিক্ত সতর্কতা ও অধিক এতমীনানের জন্যই তাহা করিয়াছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান