মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়

হাদীস নং: ৩০৬৬
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৬৬। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার বাপ ও দাদা পরম্পরায় বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন যে মালের ওয়ারিস হয় সে 'ওলার'ও ওয়ারিস হয়। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, ইহার সনদ সবল নহে।
كتاب الفرائض والوصايا
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَرِثُ الْوَلَاءَ مَنْ يَرِثُ الْمَالَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ إِسْنَادُهُ لَيْسَ بِالْقَوِيِّ

হাদীসের ব্যাখ্যা:

‘ওলা' বলে মুক্ত করা ক্রীতদাসের মীরাসকে। কেহ দাস মুক্ত করিয়া মরিয়া গেল, অতঃপর দাস মরিল এবং তাহার কোন বংশগত ওয়ারিস নাই। তাহার ওয়ারিস হইবে তাহার মুক্তিদাতার ওয়ারিস। তবে মুক্তিদাতার আসাবা ‘বে-নফসিহী’ যাহারা তাহারাই, অন্য ওয়ারিস নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান