মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১২২
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১২২। হযরত মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ) বলেন, আমি একটি ভারী পাথর উঠাইয়া লইয়া চলিলাম, হঠাৎ আমার পরনের কাপড় পড়িয়া গেল এবং আমি উহা ধরিতে পারিলাম না। এসময় রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে দেখিলেন এবং বলিলেনঃ কাপড় পরিয়া লও, নেংটা চলিও না। — মুসলিম
كتاب النكاح
وَعَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ حَمَلْتُ حَجَرًا ثقيلاً فَبينا أَنَا أَمْشِي سَقَطَ عَنِّي ثَوْبِي فَلَمْ أَسْتَطِعْ أَخْذَهُ فَرَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي: «خُذْ عَلَيْكَ ثَوْبَكَ وَلَا تَمْشُوا عُرَاة» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

মিসওয়ারের বয়স তখন সাত কি আট বছর ছিল। ইহাতে বুঝা গেল যে, বালকদেরও সতর ঢাকার জন্য তাকিদ করা উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১২২ | মুসলিম বাংলা