মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৩৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৪। ইমাম দারিমী (রহঃ) আবু মুসা আল আশ্’আরী (রাঃ) হতে বর্ণনা করেছেন।
كتاب النكاح
وَرَوَاهُ الدَّارمِيّ عَن أبي مُوسَى